Shuvendu approaches court to stop post-poll violence
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তীতে হিংসার জের, বিজেপি কর্মিদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আদালতের তরফে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে, বুধবার হবে শুনানি। জানা যাচ্ছে, ভোট পরবর্তী হিংসায় প্রায় ১১জনের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে বাদ যায়নি রাজ্যের শাসক দলের কর্মিরাও। ১৯জুন পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা ছিল হিংসা রুখতে, কিন্তু তারা থাকলেও সংখ্যায় অত্যন্ত কম। সেই কারণে হিংসা রোখা সম্ভব হয়নি। এই আবহেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আগেই আদালত জানিয়েছিল, হিংসা রুখতে রাজ্যকে কেন্দ্রের সঙ্গে এক হয় কাজ করতে হবে। পুলিশ ব্যর্থ হলে কাজে লাগাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। এছাড়াও আদালত জানিয়েছিল, রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে হিংসার বিষয় খতিয়ে দেখে পদক্ষেপ করতে, এবং আদালতকে হিংসার তথ্য তুলে ধরতে। পাশাপাশি হিংসা রুখতেও ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তিনি দায়িত্ব সহকারে থানাগুলোকে বিষয়টি জানিয়ে হিংসা রোখার চেষ্টা করেন।