Opposition leader Subhendu Adhikari replied to the Chief Minister’s statement
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ডিভিসির জল ছাড়া নিয়ে এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাক বর্ষা পরিস্থিতিতে এরাজ্যে তেমন কোনও কাজ হয়নি, যাতে ভারি বর্ষন মোকাবিলা করা যায়। সেই কারণেই এখন ডিভিসির জল ছাড়ার জন্য ম্যান মেড বন্যা পরিস্থিতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বলে দাবি করেন শুভেন্দু। পাশাপাশি রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর জেলাও বন্যার কবলে পড়েছে নিম্নচাপের পাশাপাশি ডিভিসির জল ছাড়ার জন্য। শুভেন্দু অধিকারি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বর্ষা-পূর্ব প্রস্তুতির অভাব এবং বার্ষিক ঘটনা মোকাবেলায় পরিকাঠামো বৃদ্ধিতে ব্যর্থতার বিষয়ে তার সরকারের অদক্ষতা আড়াল করার জন্য মিথ্যা অভিযোগ করছেন। রাজ্য সরকারের কোষাগার খালি এবং বন্যা রোধের অর্থ হয় অনৈতিকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বা তার দলের সহকর্মীরা লুটপাট করছে। ‘।