Subhendu Adhikari raised the complaint of discrimination on the basis of religion regarding the bonus
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের বিরুদ্ধে বোনাস নিয়ে ধর্মের ভিত্তিতে বৈষম্য করার অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ যে জেটি এবং ফেরি ঘাটগুলিতে “জলসাথী-এস” হিসাবে কর্মরত মুসলিমদের পরবে যেখানে গত এপ্রিল মাসে ৬,০০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল,সেখানে চলতি দুর্গোৎসবে হিন্দু কর্মীদের বোনাস দেওয়া হয়েছে মাত্র ৩,৬০০ টাকা ।
প্রমান স্বরূপ তিনি টাকা পাঠানোর মোবাইল বার্তা শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে । তিনি রাজ্য সরকারের এহেন কর্মকাণ্ডকে ‘অনৈতিক ও অসাংবিধানিক’ বলে বর্ণনা বলে সকল সম্প্রদায়ের কর্মীদের জন্য সম পরিমান বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন ।
শুভেন্দু এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন,বছর জলসাথীদের বোনাস দেওয়ার সময়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের মধ্যে অনৈতিকভাবে পার্থক্য করেছে। মুসলমানদের উৎসব চলাকালীন সময়ে যে সকল কর্মচারী বোনাস পাওয়ার যোগ্য ছিলেন তারা বোনাস হিসাবে পান ৬,০০০ টাকা । যাইহোক, দুর্গাপূজার সময় বোনাস পাওয়ার যোগ্য কর্মচারীরা পেয়েছেন মাত্র ৩,৬০০ টাকা ।’
শুভেন্দু অধিকারী আরও লিখেছেন,’গত বছর, নাগরিক স্বেচ্ছাসেবকদের মধ্যে একটি বৈষম্য তৈরি করা হয়েছিল, কারণ কলকাতা পুলিশের সাথে নিযুক্ত ব্যক্তিরা পশ্চিমবঙ্গ পুলিশের সাথে নিযুক্ত ব্যক্তিদের চেয়ে বেশি পরিমাণ পেয়েছিলেন। কিন্তু ধর্মের ভিত্তিতে কর্মচারীদের মধ্যে পার্থক্য করা এবং একই শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন পরিমাণ অর্থ প্রদান অনৈতিক এবং অসাংবিধানিক । রাজ্য সরকার এটা করতে পারে না। আমি দাবি করি যে হিন্দু কর্মচারীরাও তাদের মুসলিম সহকর্মীরা প্রাপ্ত বোনাসের সমান পরিমাণ পাবে।’ সিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি -এর কর্মচারীদের জন্যও একই ধরনের আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ।।