Subvendu’s complaint to President, Home Minister in the name of Vineet Goyal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদক ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মেই তিনি চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ১০ বছরের ব্যবধানে দুবার পুরস্কার পান তিনি। ২০১৩ সালে এবং ২০২৩ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং পুলিশ মেডেল পান বিনীত গোয়েল। নিরাপত্তার ক্ষেত্রে ভালো কাজের জন্য এই পদক প্রদান করা হয়ে থাকে। কিন্তু আরজি কর আবহে বারবার বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে পুরো ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা করেছে পুলিশ, এক্ষেত্রে নাকি বিনীত গোয়েলের ওপরই দায়িত্ব বর্তায়।তাই তাঁর পদক যাতে ফিরিয়ে নেওয়া হয় সেই মর্মেই রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।