Opposition leader Subhendu Adhikari taunted the Chief Minister about DVC
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একদিন আগেই ঘাটালে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন তিনি, ডিভিসিকে অতিরিক্ত জল ছাড়তে নিষেধ করেছিলেন। আগেই ডিভিসিকে বলেছিলেন জল ছাড়া হলে বাংলার গ্রাম ভেসে যাবে, কিন্তু ডিভিসি কথা না শুনে জল ছাড়ায় সমস্যা তৈরি হয় এবং মেদিনিপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, এবার সেই মন্তব্যেরই পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায় রাজ্যের বিদ্যুতের সিংহভাগই আসে ডিভিসির বিদ্যুৎ উৎপাদন থেকে, তাই এই ধরণের মন্তব্য একদমই অভিপ্রেত নয় মুখ্যমন্ত্রীর থেকে। পাল্টা সরকারের ব্যর্থতার দিকেও আঙুল তোলেন শুভেন্দু অধিকারী।