The state and the governor are at the height of conflict. Kunal Ghosh also took aim
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত শেষ কয়েক বছর ধরেই দেখছে পশ্চিমবঙ্গবাসী ফলে এক্ষেত্রে নতুনত্ব কিছুই নেই। এরই মধ্যে রাজ্যের দুই পুলিশ কর্তার বিরুদ্ধে রাজভবনের অভিযোগের পরই রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। কদিন আগেই পুলিশ কমিশনার বিনিত গোয়েল এবং পুলিশ কর্তা ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবার তাঁকেই পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুলাণ ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের দাবি, রাজ্যপালের যদি সৎসাহস থাকত তাহলে পুলিশের বিরুদ্ধে অভিযোগের কথা না বলে, তিনি নিজে তদন্তের মুখোমুখি হতেন। আর পুলিশ বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, পুরনো কথাই উঠে আসবে। তাঁর দাবি পুলিশ নিয়ম মেনেই কাজ করেছেন, এক্ষেত্রে কোনও ত্রুটি নেই।