The state BJP is going to court against the loss in 4 centers.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে চার আসন বসিরহাট, জয়নগর, ঘাটাল এবং ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিকাণ্ডের ছাপ পড়েনি বসিরহাট কেন্দ্রে, এদিকে দেবের বিরুদ্ধে অত্যন্ত লজ্জার ব্যবধানে হারতে হয়েছে ভোটের আগে দু লক্ষ ভোটে জেতার দাবি করা হিরণ চট্টোপাধ্যায়কে। এরই মধ্যে বিজেপির এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় দাবি করলেন। জানিয়ে দিলেন আদালতে ইলেকশন পিটিশন দায়ের করবেন তাঁরা। লোকসভা নির্বাচনে এই চার কেন্দ্রের একাধিক বুথে সিসিটিআই ক্যামেরা পরীক্ষা করা হোক, পাশাপাশি সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি। বিশেষ করে ঘাটালের একাধিক বুথের সিসিটিভি কেন্দ্রীয় গবেষণাগার থেকে নিয়ে পরীক্ষা করার আবেদন করতে চলেছে বিজেপি, এক্ষেত্রে ভোটে কারচুপির দাবি করেছেন তাঁরা।