Objecting to the decision to celebrate Hindi month in Chennai, Stalin has a strong letter to Modi
ফের হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, হিন্দি প্রসার কর্মসূচি পালনের জন্য হিন্দিভাষী রাজ্যকেই বেছে নেওয়া উচিত। অ-হিন্দি ভাষী রাজ্যের উপর এই ধরনের অনুষ্ঠান চাপিয়ে দেওয়া উচিত নয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, ভারতের কোনও একটি ভাষা জাতীয় ভাষা নয়। এটা সব সময় মনে রাখা দরকার।
স্ট্যালিনের এই চিঠি লেখার কারণ চেন্নাই দূরদর্শনের পঞ্চাশ বছর উদযাপনের সঙ্গেই ভারত সরকারের সেখানে হিন্দি মাস পালনের সিদ্ধান্ত। স্ট্যালিনের অভিযোগ, এই সিদ্ধান্ত হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয়।
হিন্দি নিয়ে দক্ষিণের রাজ্যগুলির আপত্তি নতুন নয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন স্ট্যালিন। সারা দেশে হিন্দি দিবস পালনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়েও এর আগে আপত্তি তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের একাধিক ধ্রুপদী ভাষার একটি হল হিন্দি। তাহলে কেন্দ্র কেন্দ্রীয় সরকার শুধু একটি ভাষা নিয়ে দিবস পালন করবে।