December 6, 2024 3:27 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 6, 2024 3:27 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

SSC Recruitment Case on Supreme court:আবারও পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The hearing of the 26,000 job cancellation case was postponed again

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার অন্য অনেক মামলার শুনানি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।

কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫৩ জনের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসুস্থতার কারণে এজলাসে উপস্থিত হতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। ফলে শীর্ষ আদালতের এক নম্বর কোর্টে কোনও মামলার শুনানি হয়নি। ঘটনাচক্রে, ওদিনই আরজি কর মামলারও শুনানি হওয়ার কথা ছিল। এরপর, এসএসসি মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছিল আজ, মঙ্গলবার।

মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top