Shantiprasad Sinha was arrested by ED in recruitment corruption case.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন শান্তিপ্রসাদ সিন্হা। সোমবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান। নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ১০ অগস্ট শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ৯ সেপ্টেম্বর তাঁকে পুনরায় সিবিআই হেফাজতে নেয়। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। এর পর থেকে তিনি জেলবন্দিই ছিলেন।
বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে কলকাতার ইডির বিশেষ আদালত হাজির করানো হয়। আদালতে শুনানি চলাকালীন শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ইডি। তবে বিরোধিতা করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তিনি জানান, একই অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিলেন। সেই মামলার চার্জশিটও জমা পড়েছে। আবারও ইডি কেন শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে চাইছে। ইডির আইনজীবীকে জানতে চাইলে বিচারক, উত্তরে ইডি জানায়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কোনও আর্থিক তছরুপ হয়েছে কি না এবং হলে,কী ভাবে হয়েছে, তা জানতে শান্তিপ্রসাদকে জেরার প্রয়োজন। তারপরেই শান্তিপ্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।