Crowd of fans outside Shah Rukh-Salman’s house on Eid.Lathicharge police to handle the crowd
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার খুশির ঈদ পালন হচ্ছে দেশ জুড়ে। সকাল থেকে মন্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন শাহরুখ খানের অনুরাগীরা। দিনভর কাটফাটা রোদে দাঁড়িয়ে থাকার পর নিরাশ হতে হল না তাঁর ভক্তদের। পনিটেল করা সাদা পাঠান স্যুটে বেরিয়ে এলেন বাদশা। প্রতিবারের মত মন্নতের ছাদে উঠে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। জনসমুদ্র সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মুম্বই পুলিশকে।
বলিউডের ভাইজানের বাড়ির বাইরেও একই ছবি। বান্দ্রা রোডে যানজটে নাকাল নিত্যযাত্রীরা। সলমন খানের বাড়ির বাইরেও ভক্তদের ভিড়। কাতারে কাতারে লোক সামলাতে বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশকে। সলমন খান প্রতিবারের মতো এবারেও তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে ফ্যানেদের উদ্দেশে হাত নাড়লেন।যেটা জানা যাচ্ছে দুই খানের বাড়ির বাইরে অনুরাগীদের সামাল দিতে শেষমেশ লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।