Sourav Gangopadhyay spoke on behalf of Indian wrestlers and said that Vinesh should get silver.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অলিম্পিক্সে বিনেশ ফোগাট রুপো পাবেন কি না, তা নির্ধারিত হবে মঙ্গলবার। তবে ভারতীয় কুস্তিগিরের পক্ষে মুখ খুলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, বিনেশের অবশ্যই রুপো পাওয়া উচিত।
রবিবার সিটি সেন্টার টু-য়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ। সেখানে বিনেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিয়ম সঠিক ভাবে জানি না। কিন্তু ও যখন ফাইনালে উঠেছে তখন সঠিক ভাবেই উঠেছে। তা হলে পদক না দেওয়ার কিছু নেই”।
উল্লেখ্য, একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফাইনালে উঠেছিলেন। কিন্তু মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য তাঁকে সোনার পদকের ম্যাচে নামতে দেওয়া হয়নি। সেই ভিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন নীরজ চোপড়া। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় ভিনেশের সমর্থনে বার্তা দিয়েছিলেন শচীন তেণ্ডুলকরও। এবার ভিনেশের পাশে আরও এক প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।