Sonam Wangchuk was picked up on hunger strike in Delhi.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে অনশনরত অবস্থায় তুলে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে। এই পরিবেশ কর্মি গত সপ্তাহ থেকেই লাদাখের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজধানির লাদাখ ভবনের সামনে অনশনে বসেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিভিন্ন দাবি দাওয়া রয়েছে এই রাজ্যকে নিয়ে। যদিও কেন্দ্রের তরফে তাঁর দাবিকে সেরকম গুরুত্ব না দেওয়াতেই তিনি প্রথমে জন্তর মন্তরের সামনে অনশনে বসতে চেয়েছিলেন। এরপর লাদাখ ভবনের সামনে অনশনে বসলেও তার এই কাজে পুলিশি অনুমতি নেই, এই মর্মেই তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হল। সঙ্গীদেরও আটক করে দিল্লি পুলিশ। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার পাশাপাশি সেখানকার জন্য আলাদা পিএসসির দাবি জানিয়েছিলেন সোনম।