Sonajhuri artisans’ hut is not being moved from the Forest Department site.
শান্তিনিকেতন
নিজস্ব সংবাদদাতা :সপ্তাহে সাতদিন হাটে বিক্রি করা যাবে না। চারদিন পসরা নিয়ে বসতে পারবেন ব্যবসায়ীরা। এবার থেকে শুক্র থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে সোনাঝুরির হাট। নির্দেশিকা জারি বনদপ্তরের।
শান্তিনিকেতনে সোনাঝুরির হাট সংলগ্ন এলাকা বনদপ্তরের অধীনে হওয়ায় বেশ কিছু বিধিনিষেধ চালু হতে চলেছে। বোলপুর বনদপ্তরের স্পষ্ট নির্দেশিকা, জঙ্গলের ক্ষতি কোনওভাবেই রেয়াত করা হবে না। হাট কমিটিকে জঙ্গল এলাকাতেই বসাতে হবে প্রায় দশ হাজার চারা গাছ। এছাড়াও জঙ্গল থেকে মাটি চুরি, চারচাকা গাড়ি-টোটোর দৌরাত্ম্য, গাছপালা নষ্ট হলেই নেওয়া হবে কড়া পদক্ষেপের হুশিয়ার।
শান্তিনিকেতনের অন্যতম পর্যটনকেন্দ্র সোনাঝুরি খোয়াই হাট, গোয়ালপাড়ার কোপাই নদীর তীরে সারাবছর পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মত। আর সেই পর্যটকদের উপরেই হস্তশিল্পীদের রুটি-রুজি চলে। বর্তমানে বনাঞ্চল ছাপিয়ে রাস্তায় বিস্তৃত এই হাট। ভিড়ও হাট সংলগ্ন রাস্তায় যানজট সামলাতে প্রশাসনকে তটস্থ থাকতে হয়। তবে বন দপ্তরের পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। হস্তশিল্পদের ইউনিয়নের সদস্য আরোজ মন্ডল জানান,”বোলপুর-শান্তিনিকেতনে সরকারি জায়গার উপর ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে। আমরাও বনদপ্তরের জায়গায় ব্যবসা করায় দুশ্চিন্তায় ছিলাম। তবে রুটি-রুজির প্রশ্নে বনদপ্তর চারদিন করে হাট চালু রাখার নির্দেশ দিয়েছে। এতে খুশি প্রায় ১৭০০ হস্তশিল্পী ও ব্যবসায়ী।