The court directed the Bidhannagar police to conduct an investigation against Soham
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে মারামারির ঘটনায় তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বিধাননগর পুলিশকে নির্দেশ দেন, যাতে সোহমের বিরুদ্ধে তদন্ত চালায় তাঁরা। পুলিশির নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেস্তোরাঁ মালিক আনিসুল আলম। তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে কয়েকদিন আগেই তাঁকে মারধর করেন সোহম। সেই সিসিটিআই ফুটেজও প্রকাশ্যে আসে। কিন্তু পুলিশ সোহমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এরপর তৃণমূলের বিধায়ক চলে গেছিলেন বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানাতে বৃহস্পতিবার নিজের আইনজীবীদের সঙ্গে দেখা করতে। উচ্চ আদালতে অবশ্য স্বস্তি পেলেন না সোহম চক্রবর্তী। অ্যাসিস্টেন্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।