Sourav’s elder brother Snehashis Gangopadhyay got married second
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় বিয়ে সেড়ে ফেললেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে। শেষ পর্যন্ত সেই খবরে শিলমোহর পড়ে। রবিবারই অর্পিতার সঙ্গে নিজের দ্বিতীয় বিয়ের ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। ৫৯ বছর বয়সী স্নেহাশিসের মতোই অর্পিতারও এটি দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিন ধরেই তাঁরা একসঙ্গে থাকতেন, শেষ পর্যন্ত গাঁটছড়া বেঁধেই ফেললেন দুজনে। সই সাবুদ মারফত হয়ে গেল বিয়ে। যদিও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েতে দেখা মিলল না ভাই সৌরভ বা তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের। রেজিস্ট্রি বিবাহের পর মালাবদল হয়ে দুজনের মধ্যে। শোনা যাচ্ছে, সৌরভ না থাকার কারণেই নাকি যাননি ডোনা, তবে তিনি কলকাতাতেই রয়েছেন।