Jammu and Kashmir Police released sketches of three militants,reward of 5 lakh rupees, provide information about them
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ডোডা জেলায় জঙ্গি হামলার ঘটনায় তিন সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। এদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলেই দেওয়া হবে ৫ লক্ষ টাকা পুরষ্কার। পুলিশ সূত্রে খবর, ডোডা জেলায় জঙ্গি হামলার ঘটনার সঙ্গে এরা জড়িত ছিল। তবে এরপর থেকে সকলেই ফেরার।জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই জঙ্গিরা বর্তমানে ডোডা ও দেসার উত্তর দিকে কোনও জায়গায় গা ঢাকা দিয়েছে।
গত ১৬ জুলাই জম্মুর ডোডা এলাকায় সেনার উপর জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন এক সেনা আধিকারিক-সহ ৫ জওয়ান। এই হামলার তদন্তে নেমে জানা যায়, পাক সীমান্ত পেরিয়ে জম্মুতে ঘাঁটি গেড়েছে একাধিক জঙ্গি। এই হামলা তাদেরই কারসাজি। গোয়েন্দা সূত্রে জানা যায়, পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকা এই জঙ্গিদলকে দিয়ে হিংসা ছড়াচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা উপত্যকায়। এরইমাঝে সন্ত্রাসীদের খোঁজে স্কেচ প্রকাশ করল পুলিশ।