CPM general secretary Sitaram Yechury passed away
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২৪ দিনের যুদ্ধ শেষ। প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রয়াত কালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সঙ্কটজনক অবস্থায় গত কয়েকদিন ধরে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে।
বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশের রাজনৈতিক মহলে। বলা বাহুল্য, অল্প সময়ের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং ইয়েচুরির মৃত্যুতে বড়সড় শূন্যতা তৈরি হল ভারতের বাম রাজনৈতিক মহলে।
গত ২৯ আগস্ট রাতে প্রবীণ বামপন্থী নেতাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিপিআইএমের তরফে এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদকের অবস্থা ‘সংকটজনক’ বলে জানানো হয়েছিল। এদিনই এল খারাপ খবর। ‘রেসপিরেটরি সাপোর্টে’ থাকার পরেও প্রয়াত হয়েছেন ইয়েচুরি।
১৯৫২ সালে ১২ আগস্ট মাদ্রাজে জন্ম সীতারাম ইয়েচুরির। বাবা সর্বেস্বরা সোম্যজুলা ইয়েচুরি ছিলেন অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী। মা কল্পকাম ইয়েচুরি সরকারি চাকুরে। মেধাবী ছাত্র ইয়েচুরি সিবিএসই বোর্ডের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হন। পরে ইকোনমিকস নিয়ে বিএ এবং এমএ পাশ করেন। দুই ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি। ১৯৭৪ সালে ভারতের ছাত্র ফেডারেশনে (SFI) যোগ দেন তিনি। এক বছর পর ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। জরুরি অবস্থার সময় জেএনইউ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র ইয়েচুরি গ্রেপ্তার হন। ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্ষীয়ান নেতা। এদিন ৭২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। এইসঙ্গে একটি যুগের অবসান হল।