BJP Amit Malviya claimed that the SIT was formed to save Sandeep from the hands of the CBI.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একদিন আগেই দুর্নীতির মামলা সিট গঠন করেছে রাজ্য সরকার। এই আবহেই বিজেপির তরফে দাবি করা হয়েছে, আসলে সন্দীপ ঘোষকে বাঁচাতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই ইতিমধ্যেই চার বার জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে সিজিও কমপ্লেক্সে ডেকেছিল। এরপরই তাঁর বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে দাবি করা হয়। এবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করলেন, সিবিআইয়ের হাত থেকে সন্দীপকে বাঁচাতেই নাকি তাঁকে গ্রেফতার করে ফেলতে পারে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে কলকাতা পুলিশের হেফাজতে থাকলে তিনি রক্ষাকবচ পেয়ে যাবেন একপ্রকার, আর সিবিআইও চাইলে তাঁকে গ্রেফতার করতে পারবে না। অর্থাৎ আরজি কর নিয়ে ফের একবার পুলিশের দিকেই আঙুল তুললেন বিজেপি নেতা।