Bomb blast outside Bollywood singer Badsha’s bar
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যেখানে বছর শেষ হতে চলল। আততায়ী হামলা থেকে রেহাই নেই বলিউডের। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে প্রতি পদে সলমন খানের কাছে প্রাণনাশের হুমকি আসছে লরেন্স বিষ্ণোই দলের তরফ থেকে। যার জেরে প্রাণ গিয়েছে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার। অভিযোগ, সম্প্রতি একই কারণে খুন হয়েছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি।
বলিউডে যে ধরনের গায়ক গায়িকা আছেন, তাঁদের মধ্যে বাদশা একদম অন্যরকম। তিনি, নিজের র্যাপের মাধ্যমে অনেককেই মুগ্ধ করেছেন। বর্তমানে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু, বলিপাড়ার এই গায়ক আততায়ী হামলার কবলে। কানাঘুষো শোনা যাচ্ছে বাদশার পানশালার বাইরে নাকি বোমা মেরে পালিয়েছে দুই ব্যক্তি। ভোর রাত ৩টে নাগাদ বাদশার পান শালার বাইরে বোমা মেরে পালিয়ে যায় সন্দেহভাজন দুই ব্যক্তি। তাঁদেরকে এই কান্ড ঘটিয়ে পালিয়ে যেতে দেখেন স্থানীয় ব্যক্তিরাই। কিন্তু, কে বা কারা সেই প্রসঙ্গে এখনও কিছুই জানা যায়নি। ঘটনাটি যেখানে ঘটেছে থানার উল্টোদিকে। পুলিশি নিরাপত্তা যেখানে, সেখানে কী করে এমন ঘটনা ঘটে? জানা গিয়েছে বাদশার পানশালার সামনে বোমা নিক্ষেপের কারণে অনেকগুলি কাঁচ ভেঙে গিয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি এবং ক্লাব ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।