Singer Anuradha Padwal joined BJP’s Delhi office on Saturday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়ওয়াল। লোকসভা ভোটের আগে বড় চমক বিজেপিতে। শনিবার বিজেপির দিল্লির দপ্তরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। আট ও নয়ের দশকে বলিউডে চুটিয়ে হিট হিট গান গেয়েছেন তিনি। ভক্তিমূলক গান থেকে তাঁর উত্থান হয়। টি সিরিজ কর্তা গুলশন কুমারের হাত ধরে হিন্দি সিনেমার জগতে আসা শিল্পীর। আশিকি , দিল হ্যায় কে মানতা নেহি, সড়ক, সাজানের মতো ছবিতে গান গেয়ে জনপ্রিয়তার শীর্যে পৌঁছে যান অনুরাধা।১৯৬৯ সালে সঙ্গীত শিল্পী অরুণ পড়োয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অনুরাধা। তাঁদের দুই সন্তান। আদিত্য ও মেয়ে কবিতা। ছেলে ও স্বামীকে হারিয়ে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ৬৯ বয়সী অনুরাধা রাজনীতিতে যোগ দিলেন