Shuvendu Adhikari and Hiran Chattopadhyay approached the court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের ষষ্ঠ পর্বে ভোটগ্রহণ হবে মেদিনীপুরে। এখানকার চারটি আসনই যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রেস্টিজ ফাইট বিজেপি, তৃণমূলের। অথচ ভোটের আগেই পুলিশের বিরুদ্ধে অতিস্বক্রিয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী এবং হীরণ চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী নিজে প্রার্থী না হলেও তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারী কাঁথি কেন্দ্রে প্রার্থী। এদিকে হীরণ নিজে লড়ছেন ঘাটাল থেকে। দুই নেতার দাবি তাঁদের দলের নেতাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। এক্ষেত্রে তাঁদের আপ্তসহায়ক এবং ব্যক্তিগত সচিবদের বাড়িতে হঠাৎই হানা দিচ্ছে পুলিশ। শুভেন্দু অধিকারী আরও ভয়ঙ্কর অভিযোগ তুলে দাবি করেছে, পুলিশ মেদিনীপুরে ভোটের আগে তাঁর বাড়িতে নাকি মাদক-গাঁজা ঢুকিয়ে তাঁকে ফাসানোর চেষ্টা করছে। এদিকে হীরণও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন।