Suddenly, inside the Trinamool house, there was an uneasiness about Shukhendu Shekhar Roy.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হঠাৎই তৃণমূলের ঘরের ভিতরেই শুরু শুখেন্দু শেখর রায়কে নিয়ে অস্বস্তি। কদিন আগেই আরজি কর কাণ্ডে প্রতিবাদ করে লালবাজারের ডাক পেয়েছিলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। একসময়ের সাংসদ থেকে হঠাৎই পার্টির রোষানলে পড়তে হয় তাঁকে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে। এখন যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের তরফে আরজি করকাণ্ডে প্রতিবাদ ধর্না চলছে, তখনই ইঙ্গিবাহি পোস্ট করলেন শুখেন্দু শেখর রায়। টুইটারে তিনি ফরাসি বিপ্লবের কথা উল্লেখ করে একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে মনে করিয়ে দিয়েছেন বাস্তিল দুর্গের পতন মানুষের হাত ধরেই শুরু হয়েছিল। এই বার্তা তিনি দলের মধ্যে কাউকে দিতে চাইলেন কিনা সেটা অবশ্য বোঝা যায় নি।