Shubman Gill got injured during the practice match. He will not be available in the first Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একের পর এক ধাক্কা খেয়েই চলেছে ভারত। আগের দিনই চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। ফলে পার্থে কে ওপেনিং করবেন, সেই নিয়ে তৈরি হয়েছিল দুশ্চিন্তা। এবার জানা গেল, শনিবার প্র্যাকটিস ম্যাচের সময় চোট পেয়েছেন শুভমন গিল। স্রেফ চোট পাওয়াই নয়, হাতে বুড়ো আঙুলের হাড়ও ভেঙেছে তাঁর। যার ফলে প্রথম টেস্টে তাঁকে আর পাওয়া যাবে না, ফলে কোনওভাবেই আর তাঁকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। যদি লোকেশ রাহুল ফিট হয়ে না ওঠেন, সেক্ষেত্রে অভিমন্যু ঈশ্বরণকেই সুযোগ দেওয়া হতে পারে। ওপেনিং নিয়ে ফের চিন্তা বাড়ল ম্যানেজমেন্টের।