The problem was solved with the intervention of the Chief Minister, the shooting will start from tomorrow
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই মিটল সমস্যা। আগামীকাল থেকেই শুরু হচ্ছে শুটিং। মুখ্য প্রশাসনিক ভবনের বৈঠকের পরেই সমস্যা মিটেছে। এক্স হ্যান্ডেলে জানালেন অভিনেতা সাংসদ দেব। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জট।
কাল থেকে আবার টলিপাড়ায় শুরু হচ্ছে শ্যুটিং। মঙ্গলবার নবান্নে এই নিয়ে জরুরী বৈঠক হয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে। জট কেটে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দেব। সেই সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ওই ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ দেব এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
উল্লেখ্য, পরিচালক রাহুল মুখোপাধ্যায় কর্মবিরতিকে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্ব যে এই রূপ ধারণ করতে পারে তা ভাবেননি অনেকেই। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নেবেন না টেকনিশিয়ানরা, অন্যদিকে রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ে টেকনিশিয়ানরা না আসায় তা আসলে অপমান বলে মনে করছেন তাঁরা।
এরপরই শুরু হয় একে অপরকে নিয়ে পাল্টা অভিযোগের পালা। পরিচালকেরা শেষবার জানিয়েছেন তাঁরা আর সরাসরি ফেডারেশনের সঙ্গে কথা বলবেন না যতক্ষণ না কোনও তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেন। তবে পরিচালকদের এই বিবৃতির আগেই আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়েছে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সঙ্গে মধ্যস্থতায় রাজি আর্টিস্ট ফোরাম। রবিবার শুটিং ফ্লোরে গিয়েও টেকনিশিয়ানদের অনুপস্থিতির কারণে শুটিং করতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন দেব। পরিস্থিতি এখন হাতের বাইরে, এই কারণেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি মিটিং। মঙ্গলবার সেই মিটিংয়ে সমাধান সূত্র পাওয়া গেল। আগামীকাল বুধবার থেকেই শুটিং শুরু হবে বলে জানানো হয়।