A businessman was shot at in Basirhat
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সাত সকালে ব্যবসায়ীকের লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায়। একটি মোটর বাইকে করে এসে পিছন থেকে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। কোন পুরানো শত্রুতা নাকি ব্যবসায়ী লেনদেনের জেরে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ব্যবসায়ী শাহজাহান শেখের বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। বৃহষ্পতিবার সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিল। পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে, গুলি লাগে তার পেটে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।