Importance of Shivratri, doing some work on Shivratri will get special blessings of Bholenath
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার শিবরাত্রি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই ধর্মীয় উৎসবের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’ যা শিবরাত্রি নামে পরিচিত। এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন শিব-পার্বতী এবং এই দিন রাতেই তান্ডব নৃত্য করেন মহেশ্বর। এই শিবরাত্রি উপলক্ষে বহু নারী এদিন উপবাস করে শিবলিঙ্গে জল দেন। মনষ্কামনা জানান।
শিবরাত্রি শুভক্ষণ:- ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি তিথি। প্রাদোষ কালে এদিন শিবের আরাধনা করা হয়। তবে চলতি বছরে ভদ্রাও উপস্থিত মহাশিবরাত্রিতে। পঞ্জিকা মতে ২০২৪ সালে শিবরাত্রি তিথি শুরু ৮ই মার্চ ২০২৪, শুক্রবার রাত ৯:৫৭ মিনিটে। শিবরাত্রি সমাপন ৯ মার্চ ২০২৪, শনিবার সন্ধ্যা ৬:১৭ মিনিটে। সেই অনুসারে শিবরাত্রি তিথি পালনের শুভ দিন হল ৮ই মার্চ শুক্রবার।
শিব পূজার নিয়মাবলী:-শিবের আশীর্বাদ পেতে প্রথমে একটি নির্দিষ্ট জায়গায় শিবলিঙ্গ স্থাপন করুন। তারপর ঠান্ডা দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। এরপর ত্রিপত্র যুক্ত পাতার সাথে কয়েকটি অখণ্ড চাল নিবেদন করুন শিবলিঙ্গে। যপ করুন ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র।
শিবের পুজোয় কী কী ফুল ব্যবহার করা উচিত:-অপরাজিতা, ধুতরা, আকন্দ ফুল এবং বেল পাতা।
এই দিন উপোস করাটা অত্যন্ত শুভ। যারা উপোস করবেন না করেন তারা দুধ-ফল ইত্যাদি খেতে পারেন। কিন্তু খেতে হবে সূর্যাস্তের আগে। সেই সঙ্গে শিবের রুদ্রাভিষেক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
পুজো শেষ হওয়ার পর মহাদেবের ১০৮টি নাম জপ করতে হয়। রাত্রি জেগে শিবের নামজপ করলে তার ফল হয় অত্যন্ত শুভ। কথিত রয়েছে, শিবরাত্রির দিন গঙ্গায় ডুব দিলেও সমস্ত পাপ ধুয়ে যায়।