I made a mistake by joining Trinamool, comments Shishir Adhikari
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভুল বুঝতে মানুষের জীবন প্রায় পেরিয়ে যায়। অনেক সময় সেই ভুল শোধরানোর সুযোগ টুকুও থাকে না। এক্ষেত্রে মেদিনীপুরের অধিকারী পরিবার নিজেদের ভুল শুধরে নিতে পেরেছে, তা প্রাক্তন সাংসদ শিশির অধিকারির কথা থেকেই পরিষ্কার। গত লোকসভা পর্যন্ত কাঁথি তমলুক মানেই ঘুরতে শিশির অধিকারি, দিব্যেন্দু অধিকারি এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস। কিন্তু শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগ দিতেই অধিকারী পরিবারের সঙ্গে দুরন্ত বাড়ে কালিঘাটের। এবার কাঁথিতে প্রতিদ্বন্দিতা করছেন শিশির অধিকারীর ছেলে সৌম্যেন্দু। সেখানেই তাঁর হয়ে প্রচারে এসে শিশির অধিকারী দাবি করলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তাঁর ভুল ছিল। তৃণমূল দল এখন চোর ডাকাতে ভরে গেছে। অনেক আগেই তাঁর দল ছাড়া উচিত ছিল। সেই ভুলেরই এখন মাশুল গুনতে হচ্ছে বাংলার মানুষকে, দাবি করেন শিশির বাবু।