Sheikh Shahjahan was killed! Trial proceedings in lower court adjourned in BJP worker’s murder case
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মামলার বয়ানঅনুযায়ী তৃণমূল নেতা শাহাজানের শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ। ওই অভিযোগের নতুন করে সিবিআই তদন্তের দাবী জানিয়ে দ্বারস্থ পরিবার। পরিবারের তৃণমূল নেতার বিরুদ্ধে রাজ্যের পুলিশ স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করবে না। কারণ সেই খুনের মামলায় সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। পুলিশের চার্জশিট দেওয়ার পরেই জামিন পেয়ে যান।গত ৫ই জানুয়ারি সন্দেশখালি তে রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা তার পরেই সন্দেশখালিতে তিন বিজেপি সদস্যের খুনের মামলায় মূল অভিযুক্ত শাহজাহান শেখকে গ্রেপ্তারের দাবিতে শুভেন্দুর উদ্যোগে হাইকোর্টে মামলা দায়ের করেন মৃতের পরিবারের পক্ষ থেকে।২০১৯ সালের ৬ জুন প্রদীপ মন্ডল, দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডল। ওই ঘটনায় চার্জশিটে নাম ছিল শাহজাহান সেখ এর । সিআইডি তদন্ত করে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেয় । ২০২২ সালে দ্বিতীয় খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে থাকে। কিন্তু তাঁদেরকে জামিন দেওয়া হয়। তাই সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ পদ্মা মন্ডল এবং সুপ্রিয়া মন্ডল।বুধবার নিম্ন আদালতের নির্দেশে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশের পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২১শেজানুয়ারী মামলার পরবর্তী শুনানি।