Shahjahan gifted a car to a state minister, claims ED charge sheet
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের এক মন্ত্রীকে খুশি করতে একটি বিলাশবহুল গাড়ি উপহার দিয়েছিলেন শেখ শাহজাহান, সম্প্রতি আদালতে চার্জশিটে জানাল ইডি। রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে নেমে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খান ইডি আধিকারিকরা। এরপর একে একে তাঁর বিরুদ্ধে পরপর অভিযোগ উঠে আসতে থাকে। জমি দখল, বেআইনি ইট ভাটাসহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের এক সময়ের এই দাপুটে নেতার বিরুদ্ধে। এবার আদালতে ইডি চার্জশিটে জানাল, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীকে হাতে রাখতেই বেনামে গাড়ি কিনেছিলেন শেখ শাহজাহান। আদালতে বা চার্জশিটে অবশ্য রাজ্যের সেই মন্ত্রীর নাম খোলসা করে জানায়নি ইডি। শাহজাহানের কাছ থেকে ২৬১ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।