Sheikh Hasina arrived in India, took her from Agartala and kept her in a ‘safe house’ in Delhi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলায় এসে নামেন।ভারতে পা রাখার পরই তাঁকে রাজনৈতিক আশ্রয় দেয় নয়াদিল্লি। তাঁকে এই মুহূর্তে অজ্ঞাত সেফ হাউসে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছে বলে দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ-মুরগিসহ আসবাবপত্র নিয়ে যাওয়ার ভিডিও দেখা গিয়েছে। কাউকে কাউকে গণভবনের লেকে সাঁতার কাটতেও দেখা গিয়েছে।