Hasina’s message to the Yunus government in India – Chinmoy Krishna should be released immediately!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশ। দফায় দফায় সে দেশে বসবাসকারী সংখালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যা নিয়ে উত্তাল পদ্মাপাড়।এর মধ্যেই কর্তব্যরত অবস্থায় এক মুসলিম আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে।যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকেই ইসকনের সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। একই সঙ্গে ইউনূস সরকারের তীব্র সমালোচনাও করেন।আওয়ামি লিগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি বলছেন, ”সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে”।