A case of murder has been filed against Sheikh Hasina in Abu Syed’s murder
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আওতায়, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হল খুনের মামলা। ছাত্র বিক্ষোভ চলাকালীন, রাজধানী ঢাকার মহম্মদপুরে, আবু সায়েদ নামে এক মুদি দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই আওয়ামি লিগ সভাপতি তথা সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হল। হত্যার অভিযোগ দায়ের করতে চেয়ে আবেদন করেছেন মৃত দোকানদারের আত্মীয় আমির হামজা।
সেই আবেদন গ্রহণ করে শেখ হাসিনা ও ওই ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।মঙ্গলবার ১৩ অগস্ট এই আদেশ দিয়েছেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, রাজেশ চৌধুরী। এদিনই মহম্মদপুর থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন, আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। ১৯ জুলাই, মহম্মদপুরে এরকমই এক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মুদি-দোকাদার আবু সায়েদের। শেখ হাসিনার নির্দেশেই সেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, এই আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়ান শিক্ষার্থী আবু সাঈদের ছবি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর।