We do not want power by selling the country, said Sheikh Hasina regarding the construction of Padma Bridge.
বাংলাদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
পদ্মা সেতু বাংলাদেশের নিজের টাকায় তৈরি করা হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাঙ্ক এই সেতু নির্মাণে টাকা দিতে অস্বীকার করেছে। শুক্রবার পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠানে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, এই সেতু তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা দিতে অস্বীকার করেছিল বিশ্ব ব্যাঙ্ক। সেই ইস্যুতে শুক্রবার হাসিনা বলেন, এর পিছনে মহাম্মদ ইউনুসের হাত ছিল বলেও অভিযোগ করেন হাসিনা। প্রসঙ্গত বাংলাদেশের শ্রম-আইন ভাঙার অভিযোগে শান্তি নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে দোষী সাব্যস্ত করেছিল বাংলাদেশের আদালত। ছ’মাসের জেলের সাজাও দেওয়া হয় তাঁকে। পরে যদিও জামিন পেয়ে যান তিনি।
শেখ হাসিনা জানান, সবার কাছে বাধা পেয়েও ওই সেতু তৈরিতে দৃঢপ্রতিজ্ঞ ছিলেন তিনি। তাই নিজেদের টাকায় ওই সেতু করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিনা বলেন, যারা আমাদের উপর খবরদারি করত, তাদের মানসিকতা বদলে দিয়েছে। এখন তারা বাংলাদেশকে সমীহ করে। তাদের শর্ত মেনে নিলে অনেক আগেই এই সেতু তৈরি হয়ে যেত। কিন্তু দেশ বিক্রি করে, মাথা নিচু করে, আত্মমর্যাদা বিকিয়ে এই সেতু নির্মাণ করতে চাইনি। দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে এটা মুজিবের মেয়ে চায় না। পদ্মা সেতু আমাদের গর্বের সেতু। এর জন্য বিশ্বের মানুষ এখন নতুন করে চিনছে বাংলাদেশকে। ফলে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়েছে। বেড়েছে বাণিজ্যও। এই সেতু টাকার অঙ্কে বিচার করা যাবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।