Dr. Shantanu Sen was removed from the post of party spokesperson.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতাল নিয়ে ক্রমেই বিড়ম্বনা বাড়ছে তৃণমূলের মধ্যেই। একদিকে কুণাল ঘোষ দাবি করেছিলেন বুধবার রাতে মহিলাদের প্রতিবাদ আসলে সিপিআইএমের একটা রাজনৈতিক কর্মসূচির মতো। মন্ত্রী উদয়ন গুহ মধ্যরাতে নারী প্রতিবাদ নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন। তবে অন্য পথে হেঁটেছিলেন আরজি কর এলাকারই তৃণমূল নেতা ডাক্তার শান্তনু সেন এবং তাঁর পরিবার। প্রতিবাদ কর্মসূচিতে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, মেয়ে সৌমিলিরা যোগ দিতেই দলের কোপের মুখে পড়লেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ । তাঁর বিরুদ্ধে উঠল দল বিরোধী মন্তব্যের অভিযোগ, এর জেরে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হল ডাক্তার শান্তনু সেনকে। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং পৌরপিতা। ছিলেন অন্যতম প্রধান মুখপাত্র, যদিও প্রতিবাদ করতেই তিনি নিজের পদ হারালেন।