Shameful defeat of Indian cricket team against Zimbabwe.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: জিম্বাবোয়ের বিপক্ষে লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের। মাত্র ১০২ রানেই অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। বিশ্বচ্যাম্পিয়ন ভারত যে হারারের মাঠে এমন বিপর্যস্ত হবে জিম্বাবোয়ের বিপক্ষে তা স্বপ্নেও ভাবতে পারেননি অধিনায়ক শুভমন গিল। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গিল, ভেবেছিলেন হয়ত ম্যাচ সহজেই জিতবেন। সেরকম পরিস্থিতিও তৈরি করে দিয়েছিলেন রবি বিশনৈ। একাই তুলে নেন ৪ উইকেট। মাত্র ১১৫ রানেই আটকে যায় জিম্বাবোয়ে দল। কিন্তু অল্প রানের পুঁজি হওয়া সত্ত্বেও দুরন্ত লড়াই দেয় জিম্বাবোয়ে, যার ফলে মাত্র ১০২ রানেই অল আউট হয়ে যায় ভারত। অভিষেক শর্মা, রিঙ্কু সিংরা ব্যর্থ হলেন। শুভমন গিল এবং ওয়াসিংটন সুন্দর ভারতের হয়ে লড়লেও দলকে জেতাতে পারেননি তাঁরা। গিল করেন ২৯ বলে ৩১ রান, শেষ দিকে ওয়াসিংটন সুন্দর করেন ৩৪ বলে ২৭ রান। ম্যাচ হেরে স্বভাবতই বিপর্যস্ত রিঙ্কু, গিলরা।