Shakib Al Hasan is not returning home to play South Africa series
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বাংলাদেশের ক্রীড়ামন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, শাকিব আল হাসান দেশের জার্সিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে যেতে পারেন। দঃ আফ্রিকার বিরুদ্ধে হওয়ার কথা ছিল সেই টেস্ট ম্যাচ। ভারত সফরে এসেই শাকিব জানিয়েছিলেন তিনি দেশের মাটিতে শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্টে নামতে চান। কিন্তু হঠাৎই তিনি ভূমিকা বদল করলেন তিনি। জানিয়ে দিলেন বাংলাদেশে ফিরবেন না তিনি। ভারত থেকে তাঁর দেশে ফেরার কথা থাকলেও শাকিব জানিয়েছেন, এখনই তিনি কোথায় যাবে তা স্থির করেননি। তবে তিনি দেশে ফিরছেন না, তা নিশ্চিত। প্রসঙ্গত শেখ হাসিনা দেশের প্রধামন্ত্রী পদ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার পরই তাঁর দলের সমস্ত নেতাদের দেশে ঢোকা কার্যত বন্ধ হয়ে যায়। এরপরই হাসিনার দলের সাংসদ শাকিব আল হাসানের বিরুদ্ধেও খুনের মামলা রুজু হয়েছিল।