Shakib Al Hasan announced his retirement from Test and T20 cricket
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন তিনি।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার একদিন আগে এমন ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। তবে এখনই লাল বলের ক্রিকেট ছাড়ছেন না সাকিব। তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজ। এরপরই সাদা পোশাক তুলে রাখবেন আল হাসান।
অন্যদিকে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের ১৮ বছরের লড়াকু সৈনিককে আর কখনো টি-টোয়েন্টিতে দেখা যাবে না।সে হিসেবে গেল ২৪ জুন কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই সাকিবের শেষ টি-টোয়েন্টি। ওই ম্যাচে ০ রানে আউট হওয়া সাকিব ৪ ওভারে ১৯ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য।
সাকিব জানান, বোর্ড সভাপতি, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। সাকিবের ভাষায়, ‘যদি আমার ফিটনেস লেভেল ঠিক থাকে এবং খেলার মতো অবস্থায় থাকি আর বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারটা পুন:বিবেচনা করে দেখবো।’
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানানোর ঘোষণা দিলেও ওয়ানডে খেলবেন সাকিব। ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসরের আপাতত কোনো চিন্তা নেই তার মাথায়।