Bangladesh’s former MP and player Shakib Al Hasan joined the new controversy.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আরও চাপ বাড়ল শাকিব আল হাসানের। কয়েক সপ্তাহ আগেই তাঁর বিরুদ্ধে রুজু হয়েছিল খুনের মামলা। এরপর তিনি বিদেশেই খেলছেন। ফলে দেশে না ফেরায় গ্রেফতারি এড়িয়ে গেছেন তিনি। বর্তমানে ভারতের বিরুদ্ধে সিরিজে খেলেলও পারফরমেন্সের ধারে কাছে নেই তিনি। এই আবহেই এবার নতুন বিতর্কে জড়ালেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ। তাঁর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই দেখা যায় শাকিব কারসাজি করেছেন শেয়ার মার্কেটে। এক ইনসুরেন্স কম্পানির হয়ে কারসাজি করার জন্য বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা তাঁকে ৫০ লক্ষ বাংলাদেশি মুদ্রা জরিমানা করল। এছাড়াও আরও ৬জন একই অপরাজে জরিমানা করা হয়েছে।