Shahjahan Sheikh claimed that he was a victim of political conspiracy. At the same time, he said who is plotting!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখকে বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। গাড়িতে ওঠার সময় হঠাৎই মুখ খোলেন সন্দেশখালির নেতা। চিৎকার করে বলেন, সব মিথ্যে! ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।
ইডি সূত্রে খবর, সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে। রেশন দুর্নীতি ছাড়াও রয়েছে মাছের ব্যবসার আড়ালে চালানো দুর্নীতি। ইডির দাবি,শাহজাহান নানা কুকর্মের মাধ্যমে অর্জিত বেআইনি অর্থ সাদা করার জন্যে মাছের ব্যবসা বেছে নিয়েছিল। ইডির সন্দেহ, এ ভাবে কোটি কোটি টাকা ঘুর পথে আইনসিদ্ধ করেছেন তিনি।
যদিও শাহজাহানের দাবি, তিনি আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এদিন তিনি বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এর পরেই তিনি আরও স্পষ্ট করে বলেন, বুঝতেই পারছেন, কারা যড়যন্ত্র করছে! তবে কারোর নাম উল্লেখ করেন নি তিনি।
রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে গ্রেফতারের পরেই ইডি শাহজাহানের নাম জানতে পারে। সেই সূত্রেই শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গত ৫ জানুয়ারি শাহজাহানের গ্রামে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা।