Actor Shah Rukh Khan’s security increased after receiving death threats.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খুনের হুমকি পেতেই অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা বাড়ল। মুম্বই পুলিশের তরফে শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনিতে Y+ ক্যাটগরির নিরাপত্তা পান শাহরুখ। আগে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সবসময় শাহরুখের সঙ্গে থাকতেন। গত বছর হুমকি পাওয়াক পর তা বাড়িয়ে ছ’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী করা হয়। তাঁরা ২৪ ঘণ্টা শাহরুখের নিরাপত্তায় মোতায়েন থাকেন।
শাহরুখের জন্য উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আপসে রাজি নয় পুলিশ। শাহরুখের বাংলো ‘মন্নতে’র বাইরে কড়া পাহারা বসানো হয়েছে।
এর আগেও, একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ। সেই নিয়ে আইনের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের ‘বাদশা’। এবার সরাসরি মুম্বইয়ের বান্দ্রায় থানায় ফোন করে হুমকি দেওয়া হয়েছে শাহরুখকে। মুক্তিপণ বাবদ চাওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা। গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ বিগত কিছুদিন ধরে লাগাতার খুনের হুমকি পেয়ে আসছেন সলমন খানও। তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়।
যে নম্বর থেকে হুমকি দিয়ে ফোন এসেছিল, তার টাওয়ার লোকেশন ধরে ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রায়পুরে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের একটি দল। ফয়জান খান নামের এক যুবকের নামে নথিভুক্ত নম্বর থেকে ফোন এসেছিল বলে জানা গিয়েছে। ফয়জানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ নভেম্বর ফোন চুরি যায় বলে পুলিশকে জানিয়েছে ফয়জান।