Security Audit Committee Chairman Surjit Kar Purkayastha visited two very busy government hospitals in the state
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের তৈরি সিকিউরিটি অডিট কমিটির তরফে থেকে ঘুরে দেখা হল রাজ্যের দুই সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুনের পর থেকেই আন্দোলনকারিরা বারবার দাবি করে এসেছেন, রাজ্যের হাসপাতালগুলোয় নিরাপত্তার ব্যাপক অভাব রয়েছে। কম সংখ্যায় পুলিশের পাশাপাশি সিভিক পুলিশ দিয়ে কাজ চালানো হচ্ছে। এরপরই নবান্নে ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছিলেন। এবার সেই সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিত কর পুরকায়স্থই ঘুরে দেখলেন রাজ্যের দুই অত্যন্ত ব্যস্ত সরকারি হাসপাতাল। মুলত কোন হাসপাতালে কত নিরাপত্তা বাহিনি বাড়ানো হয়েছে, সেটা দেখার পাশাপাশি প্যানিক বটন কাজ করছে কিনা, সেই সবই স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে জানার চেষ্টা করে অডিট কমিটি।