Sealdah station should be named after Shyama Prasad Mukherjee, BJP demands
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিয়ালদহ স্টেশনেও এবার রাজনীতির ছোঁয়া। শিয়ালদহ স্টেশনের নাম বদলের ভালনায় বিজেপি। সম্প্রতি রেলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য প্রস্তাব দিয়েছিলেন শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের রাখার জন্য। রেলমন্ত্রীর কাছে এই আবেদন রাখেন তিনি। যদিও বিষয়টি ভালো চোখে দেখছে না রাজ্যের বাকি দলগুলো। তৃৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, যদি সত্যিই শিয়ালদহ স্টেশনের নাম বদল করতেই হয় তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নয়, যেন স্বামি বিবেকানন্দের নামে করা হয়। সিপিআইএমও কড়া ভাষায় নিন্দা করে বলেছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ছোট করার চেষ্টা করেছিলেন শ্যামাপ্রসাদ। তাই এই রাজনীতি বাংলার মানুষ মেনে নেবেন না।