Terrible allegations of harassment in local train, boyfriend beaten up on Sealdah platform
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনে উঠল এক তরুণীকে হেনস্থার অভিযোগ। প্রথমে ট্রেনের ভিতরে হুমকি, হেনস্থা তরুণীকে, পরে শিয়ালদহের মতো জনবহুল স্টেশনে প্লাটফর্মে ফেলে মারধর তরুণীর সঙ্গীকে। এমনই অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। প্রতিবাদ করায় তরুণীর বন্ধুকে বেধড়ক মারধরের অভিযোগ। তিন যুবককে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি।
জিআরপি সূত্রে খবর, রবিবার রাত ৯টা ৩০ থেকে ৯টা ৪৫-এর মধ্যে ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার ২১ নম্বর প্লাটফর্মে। অভিযোগ, পুলিশের সামনে জিআরপি আউটপোস্টে বসেও তরুণী ও তাঁর বন্ধুকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। রাতেই লিখিত অভিযোগ জানান তরুণী। প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে গ্রেফতার করে জিআরপি।