Declared Sanjay Roy did not consent to narco test, Sealdah court dismissed CBI plea
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আর জি করে ধর্ষণ-খুনের মামলার তদন্তে এবার নারকো টেস্টে বেঁকে বসলেন ধৃত সঞ্জয় রায়। শুক্রবার শিয়ালদহ আদালতে এ বিষয়ে নিজের সম্মতি দেয়নি সে। ফলে বিচারক নারকো টেস্টের অনুমোদন দিলেন না। শিয়ালদহ আদালতের এই নির্দেশে সিবিআই জোর ধাক্কা খেল, তা বলাই বাহুল্য। এবার কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই?
প্রেসিডেন্সি জেলের ভিতর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার পরও তদন্তকারীরা বহু প্রশ্নের উত্তর পায়নি। অথচ ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের এ বিষয়ে স্টেটাস রিপোর্ট দাখিল করতে হবে সিবিআইকে। তার আগেই সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চেয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় সিবিআই।
যদিও এদিন শিয়ালদহ আদালতে সঞ্জয়কে পেশ করা হলে ভরা এজলাসে নারকো পরীক্ষার অনুমতি দেয়নি সঞ্জয় রায়। সিবিআইয়ের দাবি অবশ্য, এর আগে বদ্ধ ঘরে সঞ্জয় নারকো টেস্টে নিয়ে আপত্তি জানায়নি। সেই কারণেই তাকে নিয়ে শিয়ালদহ আদালতে আবেদন করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
আগেই পলিগ্রাফ টেস্ট হয়েছিল, বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে টুথ ইম্প্রেশন নেওয়ার কাজও শেষ হয়েছে। কিন্তু সূত্রের খবর, তাতে কোনওরকম পাকাপোক্ত তথ্য সামনে আসেনি। আর সেকারণে কিছুটা হলেও চাপে পড়েই এদিন শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।