September 21, 2024 6:11 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

September 21, 2024 6:11 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

SBI PO 2023: আজই বন্ধ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবিশনারি অফিসার পদে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
person holding brown grains

SBI PO 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (State Bank of India) প্রবিশনারি অফিসার নিয়োগের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration) চালু ছিল তা আজ ২৭ সেপ্টেম্বর বন্ধ হতে চলেছে। যাঁরা এখনও আবেদন করেননি, শেষ মুহূর্তে অ্যাপ্লাই করে নিতে পারেন। sbi.co.in/web/careers/ এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। মোট ২০০০ শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। SBI PO 2023- এর অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে নভেম্বর মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। 

কারা আবেদন জানাতে পারবেন এসবি পিও- র জন্য

  • আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে (in any discipline)। যাঁরা স্নাতক কোর্সের শেষ বছরে রয়েছেন অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদন জানাতে পারবেন। তবে ইন্টারভিউ স্তরে পৌঁছলে এই প্রার্থীদের কাছে প্রমাণ থাকতে হবে যে তাঁরা ১২ ডিসেম্বর, ২০২৩- এর আগেই পরীক্ষায় পাশ করে যাবেন। 
  • মেডিক্যাল, ইজিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্টেসি- এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রার্থীরাও তাঁদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন স্টেট ব্যাঙ্কের প্রিবিশনারি অফিসার হওয়ার জন্য। 

আবেদনকারীদের বয়সসীমা এবং অ্যাপ্লিকেশন ফি 

যাঁরা আবেদন জানাবেন তাঁদের নূন্যতম বয়স হতে হবে ২১ বছর। অন্যদিকে ৩০ বছরের বেশি বয়সীরা (১ এপ্রিল অনুসারে) এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে। চলতি বছর এসবিআই পিও- র জন্য জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লুএস- দের জন্য অ্যাপিলকেশন ফি ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। 

কীভাবে এসবিআই পিও ২০২৩- এর জন্য আবেদন করবেন

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের কেরিয়ার পোর্টালে যেতে হবে। sbi.co.in/web/careers এখানে গেলে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। 
  • এরপর JOIN SBI অপশন খুলতে হবে এবং তারপর কারেন্ট ওপেনিং অপশনে যেতে হবে আবেদনকারীদের।
  • পরবর্তী পর্যায়ে RECRUITMENT OF PROBATIONARY OFFICERS এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন অপশনে। এর ফলে ইউজার সরাসরি আইবিপিএস পোর্টালে পৌঁছে যাবেন।
  • প্রথমে রেজিস্টার করতে হবে। তাহলে আপনি নিজের লগ-ইন ক্রেডেন্সিয়াল পাবেন।
  • এবার লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ অর্থাৎ ফিল-আপ করতে হবে। 
  • সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অনলাইনেই। 
  • জমা দেওয়ার আগে ভালভাবে ফর্ম দেখে নিন এবং নিজের সুবিধার জন্য একটা প্রিন্ট আউট রেখে দিন ফর্মের। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগে কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি,এঁরা করতে পারবেন আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

source

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top