State Bank of India has raised its benchmark Marginal Cost of Lending Rate (MCLR) by 5 to 10 basis points.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার বেঞ্চমার্ক মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR) ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ৷ এই নতুন হার সোমবার, ১৫ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হচ্ছে ৷ এর ফলে ঋণের সুদের হার একই পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ একই কারণে স্টেট ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণের EMI বা মাসিক কিস্তির পরিমাণও বৃদ্ধি পাবে ।
প্রসঙ্গত, এদিন এমসিএলআর বৃদ্ধির খবর নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। গ্রাহকদের সুদের পরিমাণের উপরে নির্ভর করছে ইএমআইয়ের ঘাড়ে বাড়তি কতখানি বোঝা চাপতে চলেছে। চলতি মাস থেকেই বাড়ছে SBI গ্রাহকদের গাড়ি ও বাড়ি ঋণের ইএমআই। স্বাভাবিকভাবেই আরও চাপে মধ্যবিত্ত।
রাতারাতি মেয়াদি ঋণের MCLR ৫ বেসিস পয়েন্ট বেড়ে ৮.১০ শতাংশ হয়েছে ।
এক মাসের মেয়াদি ঋণের MCLR ১০ বেসিস পয়েন্ট বেড়ে ৮.৩৫ শতাংশ হয়েছে ।
তিন মাসের মেয়াদি ঋণের MCLR ১০ বেসিস পয়েন্ট বেড়ে ৮.৪০ শতাংশ হয়েছে ।
ছয় মাসের মেয়াদি ঋণের MCLR ১০ বেসিস পয়েন্ট বেড়ে ৮.৭৫ শতাংশ হয়েছে ।
এক বছরের মেয়াদি ঋণের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়ে ৮.৮৫ শতাংশ হয়েছে ।
দুই বছরের মেয়াদি ঋণের MCLR ১০ বেসিস পয়েন্ট বেড়ে ৮.৯৫ শতাংশ হয়েছে ।
তিন বছরের মেয়াদি ঋণের MCLR ৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯.00 শতাংশ করা হয়েছে ।