Sourav Palodhi and Mirchi Agni were accused of insulting the East Bengal club.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবকে অপমানের অভিযোগ উঠল সৌরভ পালোধী ও মিরচি অগ্নির বিরুদ্ধে। মোহন বাগানের আইএসএল জয়ের পর মজা করে এক ভিডিও তৈরি করেছিলেন তারা। যেখানে দেখা যায়, লাল হলুদ সমর্থককে বার্নল লাগাচ্ছেন তারা। বিষয়টি আসলে মজা করেই তারা করতে গেছিলেন, কিন্তু বিষয়টিতে জার্সিতে বার্নল লাগানোয় বিতর্ক দানা বাঁধে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি প্রশ্ন তোলেন তাদের অভিসন্ধি নিয়ে। একান্তই সস্তার কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়েই ঘটনা ঘটিয়েছেন তারা, মনে করেন মনোজ তিওয়ারি। যদিও সোশ্যাল নেটওয়ার্কে ঘটনার পর সৌরভ পালোধী এবং মার্চ অগ্নি ঘটনার জন্য ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন। জানান যে, এই ঘটনা অনভিপ্রেত। তারা ইচ্ছাকৃত ভাবে কাউকে আঘাত করতে যাননি। একান্তই মজা করছিলেন তারা, কিন্তু সেটাই এত বড় হয়ে দাঁড়ায়। তারা ক্ষমা চেয়ে নিলেও ইস্টবেঙ্গলের সমর্থকরা বেজায় বিরক্ত সৌরভ ও তার বন্ধুদের কীর্তিতে। তৃণমূলের নেতা কুণাল ঘোষও ঘটনার নিন্দা করেছেন।