Chidambaram-wife Nalini took Rs 1.5 crore from Sarda boss Sudipta Sen, ED says in charge sheet
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী। শুক্রবারই তাঁর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । ইডির প্রায় ৬৫ পাতার চার্জশিটে নলিনীর বিরুদ্ধে সারদা মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটের সঙ্গে ১১০০ পাতার নথি জমা পড়েছে আদালতে।
আদালত সূত্রের খবর, সারদা মামলায় এর আগে বারাসতের বিশেষ আদালতে ৬টি চার্জশিট জমা দেওয়া হয়েছিল। ৬ নম্বর চার্জশিটে নাম ছিল দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী, আইনজীবী নলিনী চিদম্বরমের। ইডির দাবি, সারদা কর্তা সুদীপ্ত সেনের লোক ঠকানোর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন নলিনী।
ইডি জানিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনার মাধ্যমে নলিনী চিদম্বরমের সঙ্গে পরিচয় হয় সারদা কর্তার। অভিযোগ, সুদীপ্তের কোম্পানি সারদার খবর উত্তর-পূর্ব ভারতে সম্প্রচার করার জন্য প্রায় ২৫ কোটি টাকা নিয়েছিলেন জি এম প্রাইভেট লিমিটেড নামে একটি সংবাদসংস্থার মালিক মনোরঞ্জনা। অতীতে সারদা মামলায় মাতঙ্গ ও মনোরঞ্জনাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও দুজনেই জামিনে মুক্ত।