Bengal won Santosh Trophy match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক সন্তোষ ট্রফির বাছাই পর্বের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল বাংলা। শনিবার কল্যানী স্টেডিয়ামে ঝাড়খণ্ড কে ৪-০ গোলে হারালো তারা। প্রথমার্ধের সংযোজিত সময়ে মনতোষ মাঝির গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। এর অল্প সময়ের মধ্যে রবি হাঁসদা তাঁর দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান বাংলার। খেলার শেষ দিকে দলের পক্ষে তৃতীয় গোল করেন নরহরি শ্রেষ্ঠা। এর আগে গ্রুপ লিগের প্রথম খেলায় বিহার ২-১ গোলে হারালো উত্তর প্রদেশকে। বাংলার পরের খেলা সোমবার উত্তর প্রদেশের বিরুদ্ধে। প্রথম ম্যাচে জয়ে খুশি দলের কোচ সঞ্জয় সেন। তিনি জানালেন, প্রথম ম্যাচে জয়টা খুব ভালো দিক। অনেক গুলো গোলের পাশাপাশি গোলের সুযোগ তৈরি হয়েছে।